Logo
Logo

জাতীয়

মিথ্যার বিরুদ্ধে আইনি পদক্ষেপ জরুরি : আসিফ নজরুল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ২১:১০

মিথ্যার বিরুদ্ধে আইনি পদক্ষেপ জরুরি : আসিফ নজরুল

‘স্মৃতির মিনার, গণঅভ্যুত্থান ২০২৪’ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘মিথ্যা, আজগুবি এবং ভিত্তিহীন তথ্য ছড়িয়ে ব্যক্তিগত চরিত্র হনন করার ক্ষেত্রে আইনি পদক্ষেপ গ্রহণ করা জরুরি। কাজের সমালোচনা করা ঠিক আছে, কিন্তু যখন সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়ে কেউ অন্যদের অসম্মান করে, তখন তা সৎ উদ্দেশ্যে নয়, বরং অসৎ উদ্দেশ্যে করা হয়।’

শনিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) আয়োজনে ‘স্মৃতির মিনার, গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘সম্প্রতি একটি ভিডিওতে বলা হয়েছে যে, আমি ৩-৪ আগস্ট ক্যান্টনমেন্টে ছিলাম এবং সেখানে সেনা কর্মকর্তাদের সঙ্গে ভারতের দালালদের নিয়ে মিটিং করেছি। কিন্তু এটি একেবারেই মিথ্যা। কল্পনারও একটা সীমা থাকা উচিত।’

তিনি আরও বলেন, ‘৩ আগস্ট রাতে মাহবুব মোর্শেদসহ (বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক) অন্যান্যদের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে অংশগ্রহণ করেছি এবং রাত ৯টা পর্যন্ত সেখানে ছিলাম। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের ১৯ নম্বর ভবনে অধ্যাপক মোস্তফা মামুনের বাসায় ছিলাম। ৪ আগস্ট রাতে অনলাইন অ্যাক্টিভিস্টদের সঙ্গে মিটিং করেছি, এবং সেদিনও মোস্তফা মামুনের বাসায় ছিলাম।’

আইন উপদেষ্টা বলেন, ‘মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করার মাধ্যমে কিছু লোক রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইছে। এভাবে একটি চিত্রনাট্য তৈরি করা হচ্ছে, যাতে বলা হচ্ছে, শেখ হাসিনা চলে গেলে আর কেউ এই দেশ চালাতে পারবে না অথবা দেশ উগ্রবাদীদের হাতে চলে যাবে। এটি ভারতীয় চিত্রনাট্য বাস্তবায়ন করার একটি চেষ্টা।’

তিনি বলেন, ‘মিথ্যা তথ্য ছড়ানো বা অপপ্রচার চালানোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সময়ের দাবি। জনগণকে এসব মিথ্যা তথ্য থেকে সতর্ক করতে হবে এবং এ ধরনের প্রপাগান্ডার বিরুদ্ধে শক্তিশালী প্রতিকার থাকতে হবে।’

এ সময় তিনি আরও বলেন, ‘যদি আমাদের বিপ্লব ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশ কাশ্মীরে পরিণত হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, অ্যাক্টিভিস্ট রাখল রাহা, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খাঁন, বাসসের পরিচালনা বোর্ডের সদস্য নূরে আলম মাসুদ, কবি ফেরদৌস আরা রুমী। সভাপতিত্ব করেন বাসসের প্রধান সম্পাদক ও এমডি মাহবুব মোর্শেদ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বিশেষ প্রতিনিধি দিদারুল আলম এবং স্বাগত বক্তব্য দেন বিশেষ প্রতিনিধি ও পরিচালনা বোর্ডের সদস্য ড. ফজলুল হক। 

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ডিআর/এমএইচএস 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর