Logo
Logo

জাতীয়

দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন : ধর্ম উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ১৩:৫২

দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন : ধর্ম উপদেষ্টা

দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন।

শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর বাউফল ফাউণ্ডেশনের অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে আগে ভোটার হালনাগাদ করবে সরকার। এর পরই নির্বাচন।

ড. আফম খালিদ হোসেন বলেন, ‘আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে দেশে একটি দাঙ্গা তৈরির চেষ্টা করে দেশ ও বিদেশের একটি গোষ্ঠী। তবে এটি মোকাবিলায় দেশের মানুষ সহনশীলতা ও ধৈর্যের পরিচয় দিয়েছেন। চক্রান্তকারীদের পাতানো ফাঁদে পা দেয়নি বাংলাদেশের মানুষ।’ 

হজের খরচ ১ লাখ টাকা কমিয়ে আনার কথা জানিয়ে এই উপদেষ্টা বলেন, ‘সরকারি খরচে আর কাউকে হজ করতে দেবে না সরকার।’ 

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর