জানালেন ধর্ম উপদেষ্টা
নিহত আইনজীবী আলিফের পরিবারের জন্য কোটি টাকার ফান্ড

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ২১:৪৭
-6749e206463a6.jpg)
চট্টগ্রামে সংঘাতে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবার যেন অর্থকষ্টে না ভোগে, সে জন্য এক কোটি টাকার তহবিল করার কথা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
শুক্রবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা গ্রামে আলিফের কবর জিয়ারত শেষে তিনি এ কথা জানান।
এ সময় তিনি এর বাইরেও বিভিন্ন সংগঠন নানা সাহায্য-সহযোগিতা করবে বলে জানান।
তিনি বলেন, ‘আমি ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশন থেকে অ্যাডভোকেট সাইফুল ইসলামের পরিবারের জন্য কিছু সাহায্য নিয়ে এসেছি। আপনাদের মাধ্যমে ঘোষণা দিতে চাই, শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন, আমি ওই ফাউন্ডেশনের অ্যাডভাইজার, আমরা সাইফুল ইসলামের ছোট বাচ্চা, তার স্ত্রী, মা-বাবা, পরিবার পরিজনের ভরণ-পোষণ, চিকিৎসা ও শিক্ষার জন্য আমরা এক কোটি টাকার একটা ফান্ড তৈরি করছি।’
তিনি আরও বলেন, ‘আজকে আমি এটার একটা অংশ হিসেবে এক লাখ টাকা তার পরিবারের হাতে দেবো। আগামী মাসে এসে আরেকটা ইনস্টলমেন্ট দিয়ে যাব।’
এ উপদেষ্টা আরও বলেন, ‘কীভাবে এই পরিবারটা স্বচ্ছলভাবে চলতে পারে, তারা যাতে আর্থিক অসঙ্গতিতে না পড়ে, এ ব্যাপারে আমরা সচেতন। এ ছাড়া আস সুন্নাহ ফাউন্ডেশনের শেখ আহমদুল্লাহ আমাদেরকে পাঁচ লাখ টাকার চেক দিয়েছেন। এটাও আমরা তার (আলিফ) পরিবারকে দেবো।’
তিনি আরও বলেন, ‘আল মানাহিল ফাউন্ডেশন, আমি উনাদেরকে রিকোয়েস্ট করেছি, উনারাও এক লক্ষ টাকা পাঠিয়েছেন। এই সাত লক্ষ টাকা চেক এবং নগদে আজ দেবো। আর এক কোটি টাকার ফান্ড আমরা রেইজ করছি। ইতোমধ্যে আমাদের ফান্ডে বেশ কিছু টাকা জমা হয়েছে। এগুলো আমরা উনার বাবা ও স্ত্রীর সাথে কথা বলে একটা অ্যাকাউন্টে রাখব। যাতে তারা বাকি জীবনটা স্বাচ্ছন্দে্য চলতে পারেন।’
ধর্ম উপদেষ্টা বলেন, ‘সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই, হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সে ব্যক্তি হোক বা সংগঠন হোক। তদন্ত চলছে।’
খালিদ হোসেন বলেন, ‘ভিডিও ফুটেজ আছে। আমাদের চৌকস তদন্ত দল, ইন্টেলিজেন্ট এজেন্সিস ও ল এনফোর্স এজেন্সিস কাজ করে যাচ্ছে। দোষীদের আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করব।’
জেইউ/এমজে