Logo
Logo

জাতীয়

বিসিএস প্রশ্নফাঁস

বিজি প্রেসের মজনু রিমান্ডে, কারাগারে আকরাম

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ২১:৪০

বিজি প্রেসের মজনু রিমান্ডে, কারাগারে আকরাম

ছবি : সংগৃহীত

বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় রাজধানীর পল্টন মডেল থানার মামলায় গ্রেপ্তার বিজি প্রেসের কর্মচারী মজনু মিয়ার ৩দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এদিকে মামলার অন্য আসামি আকরাম হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামান এ আদেশ দেন।

এর আগে,  আদালতে আসামিদের হাজির করে মামলার তদন্ত সংস্থা সিআইডি মজনুর ১০দিনের রিমান্ড এবং আকরামকে কারাগারে আটক রাখার আবেদন করে। শুনানি শেষে আদালত মজনুর ৩দিনের রিমান্ড এবং আকরামকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে সিআইডির উপ-পরিদর্শক নিপ্পন চন্দ্র বাদী হয়ে গত ৮ জুলাই রাজধানীর পল্টন থানায়  মামলাটি করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে। 

জেইউ/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর