স্বামী-সন্তানসহ সাবেক এমপি হেনরীর দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা

আদালত প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ২০:০৪
-674483e7d9695.jpg)
ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জান্নাত আরা হেনরী, তার স্বামী শামীম তালুকদার ও মেয়ে মুনতাহা রিদায়ী লামের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (২৫ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। এর আগে, গত ১৯ সেপ্টেম্বর তাদের ৬০ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর।
তিনি বলেন, সোমবার মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ তাদের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
জেইউ/এটিআর