গণভবন জাদুঘর
‘আয়নাঘরের রেপ্লিকা’ রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার
বাংলাদেশের ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ১০:৩৬
প্রধান উপদেষ্টা ড. ইউনূস গণভবন পরির্দশন করেন /ছবি : পিআইডি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গত ১৫ বছরে ফ্যাসিবাদি সরকারের নির্মম নির্যাতনের বার্তা ভবিষ্যত প্রজন্মের কাছে পৌঁছে দিতে গণভবন জাদুঘরে ‘আয়নাঘরের রেপ্লিকা’ রাখার নির্দেশ প্রদান করেছেন।
সোমবার প্রধান উপদেষ্টা গণভবন পরির্দশনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশ দেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
উপ-প্রেস সচিব বলেন, গত ১৫ বছরে গণভবন স্বৈরশাসকের নিষ্ঠুর দমন-পীড়ন ও নৃশংসতার প্রতীক হিসেবে দাড়িয়ে গেছে। এ সময়ে আরও যত নির্যাতন হয়েছে, তার মধ্যে অন্যতম আয়নাঘর।
প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে তিনি বলেন, অধ্যাপক ইউনূস বলেছেন- গণভবনে যদি আয়নাঘরের রেপ্লিকা রাখা যায়, তাহলে স্বৈরশাসকের নির্যাতনের বিষয়ে ভবিষ্যত প্রজন্মকে আরও ভালভাবে বার্তা পৌঁছে দেওয়া যাবে। এজন্য অধ্যাপক ইউনূস গণভবন পরিদর্শনকালে সেখানে আয়নাঘরের রেপ্লিকা রাখার নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা বলেছেন, ভবিষ্যত প্রজন্মের অনেকে গণভবন দেখতে যাবেন। যাদুঘর পরিদর্শনকালে দেশবাসী যেন জানতে পারে যে আয়নাঘরে কী ধরনের নির্মম নির্যাতন করা হতো।
অধ্যাপক ইউনূস জুলাই-আগস্ট বিপ্লব স্মরণে গণভবনকে যাদুঘরে রপান্তরের কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট উপদেষ্টা ও কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন, দ্রুত কাজ শেষ করতে প্রয়োজন হলে বিশেষজ্ঞদের মতামত নিতে হবে।
বাসস/ওএফ