Logo
Logo

আইন ও বিচার

শিক্ষার্থী নাহিদুল হত্যা

সাবেক এমপি মুকুল কারাগারে

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১৯:৪৬

সাবেক এমপি মুকুল কারাগারে

ছবি : সংগৃহীত

শিক্ষার্থী নাহিদুল ইসলামকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নাহিদুল ইসলামকে হত্যার অভিযোগে মিরপুর মডেল থানায় করা মামলায় তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. আল আমীন তালুকদার তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

এ সময় আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বুধবার সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে মুকুলকে গ্রেফতার করে র‍্যাব-২। পরে তাকে মিরপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় নিহত হন নাহিদুল ইসলাম। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর ভুক্তভোগীর চাচাতো ভাই বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলার এজাহারনামীয় ৪১ জনের মধ্যে মুকুল ১৬ নম্বর আসামি।

এমএজে/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর