Logo
Logo

আইন ও বিচার

ব্রেকিং

আদালতে নেওয়া হলো সোলাইমান সেলিমকে

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১৩:২২

আদালতে নেওয়া হলো সোলাইমান সেলিমকে

ঢাকা-৭ আসনের সাবেক এমপি ও হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিমকে ঢাকার সিএমএম আদালতে আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে তাকে সিএমএম কোর্টের নেওয়া হয়। বর্তমানে তাকে গারদে রাখা হয়েছে।

এদিকে সোলায়মান সেলিমকে ১০ দিন হেফাজতে পেতে আবেদন প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের সংশ্লিষ্ট বিভাগ আদালতে কাগজ জমা দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করে। ডিএমপির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) জিয়াউর রহমান বাংলাদেশের খবরকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে ভোররাতে গুলশান-১ নম্বর থেকে গ্রেপ্তার করা হয়েছে। চকবাজার ও গুলশান থানা পুলিশের অভিযানে তাকে একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা আছে।

জেইউ/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর