হত্যা মামলায় রিমান্ড শুনানি হয়নি, আ.লীগ নেতা কারাগারে
আদালত প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১৯:৪১
সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট ড. মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী। ছবি : সংগৃহীত
হত্যা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ড. মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামির পক্ষে শুনানির জন্য নথি মহানগর দায়রা জজ আদালতে থাকায় রিমান্ড আবেদনের শুনানি হয়নি।
সোমবার (১১ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক মূল নথি প্রাপ্তি সাপেক্ষে রিমান্ড শুনানি হবে মর্মে আদেশ দিয়ে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাইদা পরিবহনের চালক আলমগীর হত্যার অভিযোগে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া মামলায় রিমান্ড চেয়ে তাকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা মামলার ঘটনার তথ্য উদঘাটনের জন্য আসামিকে ৭ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চেয়ে আবেদন করেন।
এর আগে রবিবার (১০ নভেম্বর) রাজধানীর উত্তরা থেকে মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি ২০১৫ সালের ২৩ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করতে অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। পরের বছর ২১ জানুয়ারি অনুমোদন নিয়ে ২৫ জানুয়ারি ঢাকার আদালতে মামলা করেন।
প্রসঙ্গত, মেহেদী ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে পরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ পান।
এমএজে/এমএইচএস