Logo
Logo

আইন ও বিচার

শাজাহান-মেনন-মামুনকে গ্রেপ্তার দেখানো হলো নতুন মামলায়

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১৪:৩৯

শাজাহান-মেনন-মামুনকে গ্রেপ্তার দেখানো হলো নতুন মামলায়

সাবেক মন্ত্রী শাজাহান খান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনসহ পাঁচজনকে নতুন করে তিনটি পৃথক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ বিষয়ে আদেশ দেন। 

গ্রেপ্তার দেখানো অন্য দুজন হলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ।

এদের মধ্যে শাজাহান খান, রাশেদ খান মেনন, চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, আব্দুস সোবহান গোলাপকে পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আহমদ হোসেনকে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মনোয়ারা হাসপাতালের সামনে রফিকুল ইসলামকে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ ছাড়া চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে মিরপুরের দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে, কারাগার থেকে আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।  পৃথক তিন মামলার তদন্ত কর্মকর্তারা উল্লেখিতদের আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। বিচারক ওই আবেদন মঞ্জুর করেন। পরে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এমজে/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর