Logo
Logo

জাতীয়

বিচার বিভাগ আলাদা করতে হবে : প্রধান বিচারপতি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ১৫:০০

বিচার বিভাগ আলাদা করতে হবে : প্রধান বিচারপতি

বিচার বিভাগ আলাদা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

শনিবার (৩০ নভেম্বর) সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আয়োজিত নবীন আইনজীবীদের কর্মশালায় এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আইনের শাসন নিশ্চিত করতে হলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করতে হবে।’

প্রধান বিচারপতি বলেন, ‘প্রাতিষ্ঠানিক স্বশাসন বিচার বিভাগের স্বাধীনতার অবিচ্ছেদ্য অঙ্গ। নবীন আইনজীবীদের বিচার বিভাগের মর্যাদা সমুন্নত রাখতে সচেষ্ট হতে হবে। সম্প্রতি আদালত অঙ্গনে ঘটে যাওয়া ঘটনায় আইনজীবীদের আরও দায়বদ্ধ থেকে কাজ করতে হবে। সার্বিকভাবে বিচার বিভাগ বার ও বেঞ্চের সমন্বয়ে এগিয়ে যাবে।’

কর্মশালায় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন। 

সারা দেশ থেকে আসা প্রায় ১ হাজার ৫০০ নবীন আইনজীবী, যারা বারে নতুন সদস্য হয়েছেন, তারা কর্মশালায় অংশ নেন।

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর