Logo
Logo

জাতীয়

চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় মামলা, আসামি ৩১

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ১১:০০

চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় মামলা, আসামি ৩১

ছবি : সংগৃহীত

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। 

মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০ থেকে ১৫ জনকে। 

শুক্রবার (২৯ নভেম্বর) রাতে সাইফুলের বাবা জালাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় মামলা করেন। 

এ ছাড়া আদালত এলাকায় হামলার ঘটনায় খানে আলম নামে একজন বাদী হয়ে আরেকটি মামলা হয়েছে। দণ্ডবিধি এবং বিস্ফোরক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি করা হয়েছে। এ মামলা ১১৬ জনকে আসামি করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা গণমাধ্যমকে বলেন, ‘শুক্রবার রাতে দুটি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলায় যাচাই-বাছাই করে আসামি করেছি। এ ঘটনায় আরও ৩টি মামলা হয়েছিল।’

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর