Logo
Logo

জাতীয়

আদালতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, প্রধান বিচারপতির উদ্বেগ

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ১৩:৩৫

আদালতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, প্রধান বিচারপতির উদ্বেগ

ছবি : সংগৃহীত

সম্প্রতি দেশের আদালতগুলোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে অবহিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে নজিরবিহীন ঘটনা ঘটেছে সে বিষয়ে প্রধান বিচারপতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

এতে আরও বলা হয়, সম্প্রতি দেশের আদালতগুলোতে নানা সমস্যা সৃষ্টি হয়েছে, তবে বিচারপ্রার্থীরা যেন নির্বিঘ্নে বিচার সেবা পান, তার জন্য সুপ্রিম কোর্ট নজর রাখছে এবং নিশ্চিত করছে যে, এসব প্রতিবন্ধকতা সত্ত্বেও বিচারসেবা চালু থাকবে।

বিজ্ঞপ্তিতে আদালতসমূহে এই ধরনের পরিস্থিতি যাতে আর না ঘটে, সেজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি দেশের সকল আদালত ও ট্রাইব্যুনালকে তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে ও জনগণের বিচারপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বুধবার (২৭ নভেম্বর) ২০১৬ সালের ষোড়শ সংশোধনীর মামলার রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিচারপতি আশরাফুল কামালকে ডিম ছুড়ে এজলাস থেকে নামানোর ঘটনা ঘটে।

জেইউ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর