কয়লাখনি দুর্নীতি মামলা
খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি

আদালত প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ১৪:৩৪

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ তিনজনকে অভিযোগের দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মো. আবু তাহের ওই আদেশ দেন।
অব্যাহতি পাওয়া অপর দুইজন হলেন- সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।
অন্যদিকে মামলার অপর চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিচার চলবে বলে আদেশ দেওয়া হয়েছে।
জেইউ/এমআই