Logo
Logo

জাতীয়

সাবেক হুইপ ফিরোজ ও সাবেক এমপি সোলায়মান রিমান্ডে

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ১৩:১০

সাবেক হুইপ ফিরোজ ও সাবেক এমপি সোলায়মান রিমান্ডে

সাবেক হুইপ আ স ম ফিরোজের ২ দিন ও হাজী সেলিমের ছেলে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

সেলিমকে লালবাগ থানার মামলায় চারদিন ও চকবাজার থানার হত্যা মামলায় তিনদিনের রিমান্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী ও লালবাগ থানার পৃথক হত্যা মামলায় সকালে আসামিদের আদালতে হাজির করা হয়।

পৃথক মামলায় তদন্ত কর্মকর্তারা সোলায়মান সেলিমকে দুই মামলায় ১০ দিন করে এবং আ স ম ফিরোজের সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুর করার পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিদের রিমান্ড বাতিল করে জামিন চান তাদের আইনজীবীরা। শুনানি শেষে বিচারক রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ১৩ নভেম্বর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সোলায়মান সেলিম গ্রেপ্তার হন।  

পরদিন চকবাজার থানায় দায়ের হওয়া রাকিব হাওলাদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে মূল নথি না থাকায় সেদিন শুনানি হয়নি।

ওইদিন এ মামলায় শুনানির জন্য বুধবার (২৭ নভেম্বর ) দিন ধার্য করা হয়।

আজ প্রথম দফায় রিমান্ডে গেলেন সোলায়মান সেলিম। তবে ফিরোজকে এর আগে দুই দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।

অন্যদিকে গত ৫ আগস্ট যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের কাছে সাইদুর রহমান ইমরান গুলিতে নিহত হন। এ মামলায় ফিরোজকে রিমান্ডে নেওয়া হলো।

জেইউ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর