
ছবি : সংগৃহীত
সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে ৪ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে কারাগার থেকে তাকে আদালতের এজলাসে হাজির করা হয়।
জানা গেছে, লালবাগ থানায় খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে ১০ দিন রিমান্ড নেওয়ার আবেদন করেন। আসামির আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন চাইলে বিচারক ওই আবেদন নাকচ করেন। পরদিন ১৯ নভেম্বর রাজধানীর নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় আট দিনের রিমান্ডে দেওয়া হয় সাবেক এই মন্ত্রীকে। রিমান্ড শেষে আদালতে হাজির করে মঙ্গলবার (২৬ নভেম্বর) এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলায় বলা হয়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান বাদী হয়ে গত ১৯ আগস্ট লালবাগ থানায় মামলাটি করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে এ মামলায় আসামি করা হয়েছে।
উল্লেখ্য, ১৮ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
জেইউ/এমআই