Logo
Logo

চাকরি

১৭ হাজার কর্মী ছাঁটাই করবে বোয়িং

Icon

চাকরি ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১৬:৫৩

১৭ হাজার কর্মী ছাঁটাই করবে বোয়িং

বিশ্ব জুড়ে ১৭ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে বিমান নির্মাণকারী সংস্থা বোয়িং। উৎপাদন ক্ষেত্র আরও মজবুত করতেই এই সিদ্ধান্ত নিচ্ছে আমেরিকান সংস্থাটি।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি সপ্তাহ থেকেই শুরু হবে ছাঁটাইয়ের প্রক্রিয়া। যারা যুক্তরাষ্ট্রে কর্মরত তারা জানুয়ারি পর্যন্ত কাজে বহাল থাকবেন।

আরও বলে হয়েছে, আর্থিক পরিস্থিতির বিচারে এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থার নতুন সিইও কেলি অর্টবার্গ আসার পর উৎপাদনে জোর দেওয়া হচ্ছে।

বোয়িংয়ের সবচেয়ে বিখ্যাত মডেলটি হল বোয়িং-৭৩৭ ম্যাক্স। এই মডেলটির উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে সংস্থাটি।

সম্প্রতি বেশ কিছু দিন আগে সংস্থার ৩৩ হাজার কর্মী ধর্মঘট করেছিল। যার জেরে কর্মাশিয়াল জেটের উৎপাদন ব্যাহত হয়। বর্তমানে সেই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক।

কিন্তু সংস্থার মুনাফা বাড়াতে কর্মী ছাঁটাইয়ের পথেই পা বাড়াচ্ছে বোয়িং। এর জন্য ১৭ হাজার ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর