Logo
Logo

ধর্ম

সরকারি বিদ্যুৎ ব্যবহার করে ব্যাডমিন্টন খেলার বিধান

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ২১:২৭

সরকারি বিদ্যুৎ ব্যবহার করে ব্যাডমিন্টন খেলার বিধান

দেশজুড়ে চলছে শীতের আবহ। এই সময়ে পাড়া-গাঁয়ের একটি জনপ্রিয় খেলা হল ব্যাডমিন্টন। সাধারণভাবে ব্যাডমিন্টন খেলা জায়েজ যদি শরীয়তের কোনো নীতি লঙ্ঘন না হয়। ব্যাডমিন্টন খেলা যেহেতু রাতেই হয় সেহেতু দরকর পড়ে বিদ্যুতের।

কারো ব্যক্তিগত কিংবা কোনো প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যবহার করে ব্যাডমিন্টন খেলতে চাইলে অবশ্যই অনুমতি নিতে হবে। না হলে সেই বিদ্যুৎ ব্যবহার করে খেলা জায়েজ হবে না। 

এছাড়া সরকারি লাইন থেকে সরাসরি বিদ্যুৎ নিয়ে ব্যাডমিন্টন খেলাও হারাম। কারণ, এটাও চুরির শামিল। আর ব্যক্তিগত সম্পদ চুরি করা যেমন হারাম, তেমনই সরকারি সম্পদ চুরি করাও হারাম।

পবিত্র কুরআনের সুরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন, ‘যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো সম্পদ গ্রহণ করবে, সে কেয়ামতের দিন ওই বস্তু নিয়ে উঠবে, যা সে অন্যায়ভাবে হস্তগত করেছিল। তারপর প্রত্যেককে তার কৃতকর্মের পুরোপুরি প্রতিদান দেওয়া হবে এবং কারও প্রতি জুলুম করা হবে না।’ 

হাদিস শরীফে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘যারা অন্যায়ভাবে রাষ্ট্রীয় সম্পদে হস্তক্ষেপ করবে, পরকালে তাদের জন্য রয়েছে জাহান্নাম।’

তাই কেউ যদি সরকারি বিদ্যুৎ নিয়ে ব্যক্তিগত কোনো কাজে ব্যবহার করে, তবে তার উচিত তওবা করা। আর ব্যবহৃত বিদ্যুতের মূল্য কর্তৃপক্ষের কোষাগারে পৌঁছে দেওয়া। 

এটিআর/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর