ছবি : সংগৃহীত
নারী-পুরুষের বৈধ ভালোবাসায় সিক্ত হওয়ার একমাত্র হালাল মাধ্যম বিয়ে। আর বিয়ের অন্যতম অনুষঙ্গ হচ্ছে দেনমোহর। দেনমোহর নারীর অধিকার। দেনমোহর পরিশোধ করা ইসলামের বিধান।
মহান আল্লাহ এ প্রসঙ্গে বলেন, ‘আর মুমিন সচ্চরিত্রা নারী এবং তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তাদের সচ্চরিত্রা নারীদের সাথে তোমাদের বিবাহ বৈধ। যখন তোমরা তাদেরকে মোহর দেবে, বিবাহকারী হিসেবে, প্রকাশ্য ব্যভিচারকারী বা গোপনপত্নী গ্রহণকারী হিসেবে নয়।’ (সুরা মায়েদা, আয়াত : ৫)
আলোচিত আয়াত থেকে দু’টি বিষয় স্পষ্ট হয়। তার একটি হলো- বিয়েতে দেনমোহর অপরিহার্য এবং অপরটি হচ্ছে- দেনমোহর পরিশোধ করবে স্বামী। দেনমোহর যেমন সরাসরি অর্থ দিয়ে পরিশোধ করা যায়, তেমনি স্বর্ণ-রুপা দিয়েও দেনমোহর দেওয়া যাবে।
কিন্তু প্রশ্ন হলো- যদি স্বামীর পরিবারের পক্ষ থেকে কেউ স্ত্রীকে কোনো স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ উপঢৌকন হিসেবে দেয়, তাহলে কি স্বামী তা দেনমোহর হিসেবে গণ্য করতে পারবে নাকি সাধারণ উপঢৌকন হিসেবেই স্ত্রী এর মালিক হবে?
এর উত্তর হচ্ছে- স্বামীর স্বজনেরা যদি নগদ অর্থ ও অলঙ্কার দেওয়ার সময় স্ত্রীকে একথা বলে দেয় যে, এটা তোমার জন্য হাদিয়া কিংবা উপহার, তাহলে সুস্পষ্টভাবে বলার কারণে তা উপহার ও উপঢৌকন হিসেবেই বিবেচিত হবে; দেনমোহর নয়। সেগুলোর মালিক সরাসরি স্ত্রী। পক্ষান্তরে স্বামী নিজে কিংবা তার পক্ষ থেকে কেউ যদি কোনো কিছু দেনমোহর হিসেবে আদায় করে, তাহলেই তা দেনমোহর হিসেবে গণ্য হবে।
তথ্যসূত্র : মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যাহ : ১৬২ ও রদ্দুল মুহতার : ৩/১৫৩
বিএইচ/