ছবি : সংগৃহীত
কারও ওপর অন্যায়ভাবে শারীরিক, মানসিক, আর্থিক বা যে কোনও পন্থায় অবিচার, নির্যাতন ও জুলুম করা ভয়াবহ অন্যায়। অন্যের ওপর জুলুম করা মানে নিজের পতন ও ধ্বংস ডেকে আনা। আল্লাহ তাআলা জুলুম করা থেকে নিষেধ করেছেন এবং তা হারাম করেছেন।
এ প্রসঙ্গে রাসুল (সা.) হাদিসে কুদসিতে আল্লাহর কথা বর্ণনা করে বলেন, ‘হে আমার বান্দা, আমি নিজের ওপর জুলুম হারাম করেছি এবং তোমাদের জন্যও তা হারাম করেছি। অতএব তোমরা একে অপরের ওপর জুলুম কোরো না।’ (মুসলিম, হাদিস : ৬৭৩৭)
জুলুমের পরিণাম খুবই ভয়াবহ। জুলুম এমন একটি অন্যায় কাজ, যার শাস্তি আল্লাহ তাআলা পৃথিবীতেই দিয়ে থাকেন। জালিমের বিচার শুধু কিয়ামতের দিবসেই হবে না, বরং দুনিয়া থেকেই আল্লাহ তাদের জুলুমের প্রতিদান দেওয়া শুরু করেন।
আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘দুটি পাপের শাস্তি আল্লাহ তাআলা আখিরাতের পাশাপাশি দুনিয়ায়ও দিয়ে থাকেন। তা হলো, জুলুম ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শাস্তি।’ (তিরমিজি, হাদিস : ২৫১১)
রাসুল (সা.) আরও বলেছেন, ‘নিশ্চয়ই যারা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাদের শাস্তি প্রদান করবেন।’ (মুসলিম, হাদিস : ২৬১৩)।
আল্লাহ আমাদের সবাইকে জালিম হওয়া থেকে দূরে রাখুন এবং তার পছন্দনীয় বান্দা হিসেবে কবুল করুন। আমীন।
বিএইচ/