প্রতীকী ছবি
মুসলমানদের ওপর দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। আর নামাজের পূর্বশর্ত হচ্ছে- পবিত্রতা। অজু ও গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জিত হয়।
এ প্রসঙ্গে কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘হে মু’মিনগণ! যখন তোমরা নামাজ পড়তে চাও, তখন তোমাদের মুখমণ্ডল ধৌত কর এবং হাতগুলোকে কনুই পর্যন্ত ধুয়ে নাও, আর মাথা মাসাহ কর এবং পা’গুলোকে টাখনু পর্যন্ত ধুয়ে ফেল। যদি তোমরা অপবিত্র হও তাহলে গোসল করে সমস্ত শরীর পবিত্র করে নাও।
অজু এমন একটি বিধান যার দ্বারা মুমিন বান্দার বাহ্যিক পরিচ্ছন্নতার পাশাপাশি আত্মিক পবিত্রতাও অর্জিত হয়। হাদিসে এসেছে, মহান আল্লাহ অজুর মাধ্যমে বান্দাকে পাপমুক্ত করেন।
এ প্রসঙ্গে হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, আমি কি তোমাদের এমন কাজ জানাব না, যা করলে আল্লাহ (বান্দার) পাপগুলো দূর করে দেন এবং মর্যাদা বৃদ্ধি করেন? লোকেরা বলল, হে আল্লাহর রাসুল, আপনি বলুন। তিনি বললেন, অসুবিধা ও কষ্ট সত্ত্বেও পরিপূর্ণরূপে অজু করা, মসজিদে আসার জন্য বেশি পদচারণ করা এবং এক সালাতের পর আর এক সালাতের জন্য প্রতীক্ষা করা; আর এ কাজগুলো হলো সীমান্ত প্রহরা স্বরূপ। (সহিহ মুসলিম, হাদিস : ৪৭৫)