
ছবি : সংগৃহীত
আমাদের অনেকের ধারণা মসজিদ ছাড়া অন্য জায়গায় জুমার নামাজ আদায় করা জায়েজ নেই। আসলে বিষয়টি এমন নয়; বরং জুমার নামাজ সহিহ হওয়ার জন্য রয়েছে বেশকিছু শর্ত। সেগুলো পাওয়া গেলে মসজিদ ছাড়া অন্য স্থানেও জুমা আদায় করা যাবে।
জুমার নামাজ বিশুদ্ধ হওয়ার শর্তগুলো হচ্ছে-
১. যে স্থানে নামাজ অনুষ্ঠিত হবে, সেটি শহর বা উপশহর হতে হবে। গ্রামে বা জনমানবহীন বিরান স্থানে জুমার নামাজ শুদ্ধ হবে না। এখানে গ্রাম বলতে এমন এলাকা উদ্দেশ্য, যেখানে রাষ্ট্রীয় কোনো প্রতিনিধি, মানুষের নিত্যপ্রয়োজনীয় আসবাবপত্র সহজলভ্য নয়। শরিয়তের পরিভাষায় এমন সুবিধাবঞ্চিত এলাকাকেই মূলত গ্রাম বলা হয়। সুতরাং আমাদের দেশের প্রচলিত গ্রাম, যেখানে রাষ্ট্র প্রতিনিধিসহ আবশ্যকীয় সুবিধা বিদ্যমান, সেটাকে গ্রাম বলা যাবে না; বরং তা উপশহরের স্থলাভিষিক্ত হবে।
২. জামাতে জুমার নামাজ পড়তে হবে। ইমাম ছাড়া অন্ততপক্ষে তিনজন মুসল্লি হতে হবে। অর্থাৎ মোট চারজন ছাড়া জুমার নামাজ আদায় করা যাবে না।
৩. জোহরের নামাজের সময়ই জুমার নামাজের সময়। শুক্রবার জোহর নয়; বরং মুসলিমদের ওপর জুমার নামাজ আদায় করা ফরজ।
৪. সকলের জন্য নামাজে অংশগ্রহণের অনুমতি থাকতে হবে। কোনো বাধা থাকা যাবে না।
৫. খুতবা দিতে হবে।
সুতরাং উপরোক্ত বিষয়গুলো পাওয়া গেলে যেকোনো স্থানেই জুমার নামাজ আদায় শুদ্ধ হবে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। আমীন
বিএইচ/