ইসরায়েলি বিমানঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৮:৫৩
ছবি : সংগৃহীত
প্রথমবারের মতো ইসরায়েলি বিমানবাহিনীর একটি প্রধান ঘাঁটিতে ব্যাপক রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। মঙ্গলবারের আক্রমণটি ইসরায়েলি বাহিনীর অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে বলেই জানিয়েছে তারা।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
এ বিষয়ে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের লাহোটরিম বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে। যা ইসরায়েলি বিমানবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। এখানে ইসরায়েলি বিমানবাহিনীর বিভিন্ন সামরিক সরঞ্জাম, পরিবহন ইউনিট এবং একটি ইঞ্জিন কারখানা রয়েছে। ঘাঁটিটি দখলকৃত হাইফা শহরের দক্ষিণে এবং লেবানন-ফিলিস্তিন সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত।
এছাড়া, এ হামলাটি তাদের ‘খাইবার অপারেশন’সিরিজের একটি অংশ বলে জানায় হিজবুল্লাহ। অপারেশনটি ইসরায়েলের গুরুত্বপূর্ণ গোয়েন্দা ঘাঁটি এবং অন্যান্য কৌশলগত স্থানগুলোতে আক্রমণের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চালানো তাদের পাল্টা আক্রমণে শতাধিক সেনা নিহত এবং ১ হাজার সেনা আহত হয়েছে। লেবাননে ইসরায়েলি বাহিনীর চালানো স্থল আক্রমণের জবাবে হিজবুল্লাহ পাল্টা আক্রমণ হিসেবে এসব হামলা চালায়।
মঙ্গলবার (১২ নভেম্বর) গণমাধ্যমে প্রকাশিত হিজবুল্লাহর পৃথক বিবৃতিতে বলা হয়, হিজবুল্লাহর যোদ্ধারা ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলগুলোতে একাধিক অভিযান পরিচালনা করেছেন। এর মধ্যে অধিকৃত উত্তরাঞ্চলীয় ইসরায়েলি বসতি এলাকা, বিশেষ করে জাবাল আমিল অঞ্চলের আল-মালকিয়া গ্রামকে লক্ষ্য করে ভারী রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড ও লেবাননজুড়ে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে এক দিনে কমপক্ষে ১০৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজায় নিহত হয়েছেন ৬৩ ফিলিস্তিনি। এতে ইসরায়েলি বর্বরতায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৬৬৫ জনে পৌঁছেছে। অপরদিকে লেবাননে ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারিয়েছেন আরও ৪৪ জন। এ ঘটনায় ৮৮ জন আহত হয়েছেন।
এসবি