Logo
Logo

আন্তর্জাতিক

মার্কিন যুদ্ধজাহাজে হুতিদের ড্রোন হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১৪:৪৭

মার্কিন যুদ্ধজাহাজে হুতিদের ড্রোন হামলা

ছবি : সংগৃহীত।

ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেনের উপকূলে দুটি মার্কিন যুদ্ধজাহাজে ঘণ্টাব্যাপী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে পেন্টাগন। বাব আল-মানদেব প্রণালি অতিক্রম করার সময় হামলাগুলো করা হয়।

পেন্টাগনের মুখপাত্র বিমান বাহিনীর মেজর জেনারেল প্যাট্রিক রাইডার মঙ্গলবার (১২ নভেম্বর) জানায়, ‘মার্কিন মিলিটারির সেন্ট্রাল কমান্ড বাহিনী (সেন্টকম) সফলভাবে হুতি হামলার মোকাবিলা করেছে।’

বুধবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, হুতি বিদ্রোহীরা দাবি করেছে যে তারা ‘আব্রাহাম লিংকন’ নামে পরিচিত মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ এবং দুটি মার্কিন ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে।

রাইডার জানান, ‘মার্কিন নৌবাহিনীর দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্টকডেল এবং ইউএসএস স্প্রুয়েন্স কমপক্ষে আটটি একমুখী আক্রমণাত্মক ড্রোন, পাঁচটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল এবং তিনটি অ্যান্টিশিপ ক্রুজ মিসাইলের আক্রমণের মুখে পড়েছিল। তবে সকল ড্রোন এবং মিসাইল সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং মার্কিন যুদ্ধজাহাজ দুটি কোনও ক্ষতির সম্মুখীন হয়নি। কোন সেনা সদস্যও আহত হয়নি।

রাইডার আরও জানান, বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকনের বিরুদ্ধে কোনও হামলার খবর তিনি জানেন না।

গত বছরের নভেম্বর মাস থেকে হুতি বিদ্রোহীরা লোহিত সাগর ও গালফ অব এডেনে ইসরায়েলের সাথে সম্পর্কিত জাহাজের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে। ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে এসব হামলা করা হচ্ছে বলে জানায় হুতি বাহিনী।

তবে ইসরায়েল বা গাজা যুদ্ধে কোন সরাসরি সংযোগ নেই এমন বাণিজ্যিক জাহাজেও তারা আক্রমণ করেছে। তারা এখন পর্যন্ত ৯০টিরও বেশি জাহাজকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আক্রমণ করেছে। যার মধ্যে চারজন নাবিক নিহত এবং দুটি জাহাজ ডুবে গেছে। এর মধ্যে ‘গ্যালাক্সি লিডার’ নামক একটি ব্রিটিশ-মালিকানাধীন এবং জাপান পরিচালিত ক্যারিয়ার জাহাজ ছিল। গত নভেম্বর মাসে এটিকে দখল করা হয় এবং এর ক্রু এখনও ইয়েমেনে বন্দি রয়েছে।

এদিকে হুতি বিদ্রোহীরা দাবি করছে, ইসরায়েল যদি গাজার যুদ্ধ বন্ধ না করে, তবে তারা আক্রমণ থামাবে না।

যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এর প্রতিক্রিয়ায় হুতি-নিয়ন্ত্রিত এলাকায় আকাশপথে বারবার হামলা চালিয়েছে। গত রবিবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সানা এবং উত্তর আমরান প্রদেশে আক্রমণ চালায়।

এ সম্পর্কে পেন্টাগন জানিয়েছে যে, তারা হুতি বাহিনীর উন্নত অস্ত্রাগারগুলো লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে।

এসবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর