Logo
Logo

আন্তর্জাতিক

ট্রাম্প প্রশাসনের বড় দায়িত্বে ইলন মাস্ক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৯:৩১

ট্রাম্প প্রশাসনের বড় দায়িত্বে ইলন মাস্ক

ছবি : সংগৃহীত।

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন সৃষ্ট সরকারি দক্ষতা বিভাগের নেতৃত্ব দেওয়ার জন্য ইলন মাস্ক এবং সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী বিবেক রামাস্বামীকে মনোনীত করেছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘মাস্ক এবং রামাস্বামী আমাদের প্রশাসনকে সরকারের দাপ্তরিক কাঠামো ভেঙে ফেলার, অযথা বিধি-নিষেধ কমানোর, অপচয় দূর করার এবং ফেডারেল এজেন্সিগুলোর পুনর্গঠন করার পথ দেখাবেন।’

বুধবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প জানান, ‘নতুন এই বিভাগটি বহিরাগত সরকারি পরামর্শ এবং নির্দেশনা প্রদান করবে। এই সংস্থাটি সরকারি কাঠামোর বাইরে কাজ করবে। তবে, এটি হোয়াইট হাউস এবং অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের সাথে মিলিতভাবে বৃহৎ পরিসরে কাঠামোগত সংস্কার চালানোর এবং সরকারের প্রতি উদ্যোক্তা দৃষ্টিভঙ্গি তৈরি করতে কাজ করবে। যা আগে কখনো দেখা যায় নি।’

ট্রাম্প বলেন, ‘তাদের কাজ ২০২৬ সালের ৪ জুলাইয়ের মধ্যে শেষ হবে। যা দেশের স্বাধীনতার ঘোষণা স্বাক্ষরের ২৫০ বছর পূর্তিতে দেশের জন্য একটি উপহার হিসেবে গণ্য হবে।’

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মাস্ক, ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় প্রকাশ্যে সমর্থন জানিয়ে মিলিয়ন ডলার দান করেছিলেন। সেসময় ট্রাম্প বলেছিলেন, তিনি মাস্ককে তার প্রশাসনে সরকারী দক্ষতা প্রচারের জন্য একটি ভূমিকা দেবেন।

ট্রাম্পের বিবৃতি উল্লেখ করে ইলন মাস্ক বলেন, ‘এটি সিস্টেমে একটি কম্পন সৃষ্টি করবে। যারা সরকারী অপচয়ের সাথে জড়িত, তাদের জন্য বড় একটি সতর্ক সংকেত হবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানে সহায়তাকারী পারমাণবিক বোমা তৈরির মার্কিন পরিকল্পনার কথা উল্লেখ করে মাস্ক জানান, নতুন সরকারী উদ্যোগকে আমাদের সময়ের সম্ভাব্য ‘ম্যানহাটন প্রকল্প' বলে অভিহিত করা হয়েছে।

এর আগে নতুন সৃষ্ট সরকারি দক্ষতা বিভাগ সম্পর্কে ইলন মাস্ক তার এক্স পোস্টে লেখেন, 'গণতন্ত্রের জন্য হুমকি? না, আমলাতন্ত্রের জন্য হুমকি!!!’

এদিকে ডোনাল্ড ট্রাম্প সৃষ্ট নতুন বিভাগটির সংক্ষিপ্ত নাম ‘ডিওজিই’। যা মাস্কের প্রচারিত মাস্কের প্রচারিত ক্রিপ্টোকারেন্সি ডোজকয়েনের নামের সাথে মিলে যায়।

এসবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর