Logo
Logo

আন্তর্জাতিক

রাশিয়ার সাথে আরো শক্তিশালী সামরিক চুক্তিতে উত্তর কোরিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১৫:২২

রাশিয়ার সাথে আরো শক্তিশালী সামরিক চুক্তিতে উত্তর কোরিয়া

ভ্লাদিমির পুতিন ও কিম জং উন/ছবি : সংগৃহীত।

রাশিয়ার সাথে সামরিক চুক্তি আরো জোরদার করা হয়েছে বলে জানিয়েছে উত্তর কোরিয়ার একটি গণমাধ্যম জানিয়েছে। খবরে বলা হয়েছে, তাদের মধ্যে কোনো একটি দেশে যদি সশস্ত্র আক্রমণ হয়, তা হলে এক দেশের সেনা অন্য দেশকে সাহায্য করবে।

মঙ্গলবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম কেসিএনএ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের প্রধান কিম জং উন ইতোমধ্যেই ডিক্রি জারি করে রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তির এই অংশটি গ্রহণ করেছেন। তার আগে রাশিয়ার পার্লামেন্ট চুক্তির এই অংশটি গ্রহণ করেছিল।

বস্তুত, রাশিয়ার পার্লামেন্টে কার্যত সর্বসম্মতিক্রমে এই বিলটি পাশ হয়েছে। চুক্তির পরিবর্ধিত অংশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বাক্ষরও করেছেন।

এর আগে জুনে পুতিন উত্তর কোরিয়া সফরে যান। তখনই উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক চুক্তি সই হয়েছিল রাশিয়ার। এ নিয়ে বিশ্বমঞ্চে যথেষ্ট বিতর্ক হয়েছিল। সেই বিতর্কিত চুক্তি আরও পরিবর্ধন করা হলো।

এর আগে ইউক্রেন অভিযোগ করেছিল, উত্তর কোরিয়া মিসাইল এবং গোলা-বারুদ দিয়ে রাশিয়াকে সাহায্য করছে। যা নিয়ে জাতিসংঘেও আলোচনা হয়েছিল। এরই মধ্যে উত্তর কোরিয়া এবং রাশিয়ার এই চুক্তি বিতর্ক আরো উসকে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এসবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর