অস্ট্রেলিয়ায় শিশুদের জন্য ফেসবুক, টিকটক নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৪৯

ছবি : সংগৃহীত
১৬ বছরের কমবয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। ফেসবুক, টিকটক, এক্স, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম প্রভৃতি সব প্রচলিত সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে।
বুধবার (২৭ নভেম্বর) অস্ট্রেলিয়ার সিনেটে এ-সংক্রান্ত বিল পাস হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে এই ধরনের আইনি পদক্ষেপ বিশ্বে প্রথম।
সামাজিক যোগাযোগ মাধ্যম ছোটদের জন্য নিষিদ্ধ করার বিল অস্ট্রেলিয়ার সংসদের উভয়কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। সিনেটে এই বিলের পক্ষে ভোট পড়েছে ৩৪টি এবং বিপক্ষে ভোট পড়েছে ১৯টি। এছাড়া, হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে এর পক্ষে ১০২টি ভোট এবং বিপক্ষে ১৩টি ভোট পড়েছে।
অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, কিছু শিশু অধিকার সুরক্ষা কমিটির তরফে এই বিলের বিরোধিতা করা হয়েছে। তবে দেশের ৭৭ শতাংশের বেশি মানুষ শিশুদের জন্য সামাজিক মাধ্যম নিষেধাজ্ঞার পক্ষে।
অস্ট্রেলিয়ার নতুন আইনে বলা হয়েছে, আগামী দিনে ১৬ বছরের কম বয়সী কাউকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে দেখা গেলে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। ছোটদের অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করার দায়িত্ব সংস্থাগুলোরই। তারা তা না করতে পারলে অস্ট্রেলিয়া সরকারকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ হিসেবে তিন কোটি ৩০ লাখ ডলার নির্দিষ্ট করা হয়েছে ওই সংস্থাগুলোর জন্য।
অস্ট্রেলিয়া সরকারের এই সিদ্ধান্তে আমেরিকার সাথে তাদের সম্পর্কের কিছুটা অবনতি হতে পারে বলে মনে করছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক আমেরিকার নতুন সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন। তিনি এই সংক্রান্ত প্রস্তাব নিয়ে এর আগে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তার মতে, এভাবে পরোক্ষভাবে অস্ট্রেলিয়া সরকার ইন্টারনেট ব্যবহারকে নিয়ন্ত্রণ করতে চাইছে।
সূত্র : আনন্দবাজার।
এসবি