Logo
Logo

রাজধানী

ঢাকার মাঝে দুবাই সড়ক

Icon

নুরে আল জোবায়েদ

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ১৩:৩২

সারি সারি খেজুর গাছ আর সবুজের সমারোহ দেখে মনে হতে পারে এটি দুবাই শহরের কোনো এক রাস্তা। দুইপাশে সারিবদ্ধ পাম গাছ আর সড়কের ডিভাইডারে রাস্তাটির সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো হয়েছে শত শত খেজুর গাছ।

ধুলোবালি আর ময়লার বিস্তারে যে শহরে বসবাস করাই দায়। সেখানে রাজধানীর বসুন্ধরা সিটির এ সড়কে খুঁজে পাবেন দুবাই শহরের মতো সৌন্দর্যমণ্ডিত সড়ক।

শহরের কোলাহল থেকে মুক্তি পেতে অনেকেই পরিবার কিংবা আপনজন নিয়ে ঘুরতে আসেন দৃষ্টিনন্দন এই সড়কে। তাছাড়া সেলফি কিংবা পোট্রেট ছবি তুলতেও ভিড় করেন অনেকেই। তবে এই সড়কটি সব সময়ের জন্য উন্মুক্ত নয়। সকাল ৭ টা থেকে রাত ১১ পর্যন্ত খোলা থাকে এই রাস্তার প্রধান গেইট। 

বসুন্ধরা সিটির পরিচ্ছন্নতা কর্মী নাসির বলেন, ‘আমার বাড়ি সিলেটের হবিগঞ্জে। ভোর ৫ টা থেকে আমি কাজ শুরু করি। বসুন্ধরা সিটির মধ্যে এটি একটি ভিন্ন শহর। দেখতে পুরোটা দুবাই শহরের মতো। ’

দৃষ্টিনন্দন সড়কটিতে যেভাবে যাবেন 

রাজধানীর নতুনবাজার থেকে খুব সহজেই আসতে পারেন এই সড়কটিতে। মাদানী এভিনিউ হয়ে একটু সামনে আসলেই চোখে পড়বে সড়কটির প্রধান বিটু মিন দরজা। দরজা দিয়ে প্রবেশ করলেই চোখে পড়বে সড়কটি। এই সবুজের সমারোহে কিছুক্ষণের জন্য হলেও আপনার মন মুগ্ধ হবে।

এনএজেড/এমআই/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর