ছবি : এএফপি
বিশ্বের ধনী দেশগুলোর খবরাখবর আমরা জানলেও সবসময়ই আলোচনার বাহিরে থেকে যায় অনুন্নত ও গরিব দেশগুলো। অথচ এখনো বিশ্বে এমন কিছু দেশ রয়েছে, যেখানে একবিংশ শতাব্দীর উন্নতির কোনো ছোঁয়া লাগে নি। খাবার, শিক্ষা, বস্ত্র, চিকিৎসাসহ কোনো মৌলিক চাহিদাই ঠিকমতো পূরণ করতে পারেন না এসব দেশে বসবাসকারী মানুষরা। অশিক্ষা, দারিদ্র্য, মূল্যস্ফীতি ও বেকারত্বে ধুঁকে ধুঁকে মরছেন তারা।
এক প্রতিবেদনে গ্লোবাল ফাইন্যান্স জানায়, বর্তমানে বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ হচ্ছে দক্ষিণ সুদান। আফ্রিকার এই দেশটির ১১ মিলিয়ন মানুষ চরম দারিদ্র্যের সম্মুখীন। তেলের ভাণ্ডারে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত দক্ষিণ সুদান তাদের অর্থনীতি মজবুত করে উঠতে পারেনি। ২০১১ সালে স্বাধীনতা লাভের পর থেকে দেশটি পৃথিবীর দরিদ্রতম দেশের মধ্যে চলে এসেছে।
বিশ্বের দ্বিতীয় দরিদ্রতম দেশ হচ্ছে বুরুন্ডি। দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলা এই দেশটির ১৩ মিলিয়ন নাগরিকের প্রায় ৮০ শতাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। পানি, বিদ্যুৎ ইত্যাদি সাধারণ জিনিসের জন্য এখনও লড়তে হচ্ছে বুরুন্ডিকে। সেই সঙ্গে পানি ও স্যানিটেশনের ব্যবস্থা খুবই খারাপ। এছাড়া দেশটির মোট জনসংখ্যার ৫ শতাংশের কম বিদ্যুৎ ব্যবহার করতে পারে।
এটিআর