সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ আরও দুই মাস বাড়ানো হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৩১ অক্টোবর (বৃহস্পতিবার)। ওই দিন সন্ধ্যায় দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ (আইসিপি) এক ঘোষণায় সাধারণ ক্ষমার মেয়াদ দুই মাস বৃদ্ধি করে।
শেষ দিনে যেসব অবৈধ অভিবাসীদের মধ্যে বৈধ হতে না পেরে অস্থিরতা দেখা দিয়েছিল তারা এখন সময় নিয়ে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। সময়সীমা বাড়ানোর ঘোষণায় প্রবাসী বাংলাদেশীদের মধ্যেও এক প্রকার স্বস্তি বিরাজ করছে।
এদিকে ১ সেপ্টেম্বর থেকে সাধারণ ক্ষমা ঘোষণার পর বাংলাদেশি অবৈধ অভিবাসীদের সেবা দিতে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের দুটি মিশন থেকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। প্রবাসীরা যাতে সাধারণ ক্ষমার সুযোগ নিতে পারে সে লক্ষ্যে মিশনের পাসপোর্ট বিভাগ ও লেবার বিভাগকে স্বয়ংক্রিয় করতে জনবল বাড়ানো হয়। ৩১ অক্টোবর পর্যন্ত যারা পাসপোর্ট হাতে পায়নি তারা এবার নির্বিঘ্নে সুযোগটি গ্রহণ করতে পারবে।
এদিকে দুবাইয়ের বাংলাদেশ কন্স্যুলেট কর্মকর্তারা জানান, ৩০ অক্টোবর পর্যন্ত সাধারণ ক্ষমার আওতায় সেবা নিয়েছেন ৫৫ হাজার ২১৬ জন প্রবাসী। তাদের মধ্যে ই-পাসপোর্ট গ্রহণ করেছেন ৪১ হাজার ৭০৭, মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহণ করেছেন ৬ হাজার ১০০ ও হাতে লিখা পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করেছেন ৩ হাজার ৩০৭। সর্বমোট ৫১ হাজার ১৪৪ জন প্রবাসী সাধারণ ক্ষমার সুযোগ নিতে পাসপোর্ট গ্রহণ করেছেন। আর ৪ হাজার ৭২ জন অবৈধ অভিবাসী ট্রাভেল পারমিট নিয়ে দেশে গমন করেছেন।
এদিকে দুবাইয়ের বাংলাদেশ মিশনের সেবা কার্যক্রম আরো সুন্দর ও সৃজনশীল করতে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান নবনিযুক্ত কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান। ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যায় সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয়ে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
ওএফ