দুবাইয়ে নতুন কনসাল জেনারেলের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ১০:৪১
দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন নবনিযুক্ত কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নবনিযুক্ত কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান। এ সময় আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সাংবাদিকরা প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা কনসাল জেনারেলের সামনে তুলে ধরেন। সেই সঙ্গে এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান সাংবাদিকদের বলেন, ৩০ অক্টোবর পর্যন্ত পাসপোর্ট ও ট্রাভেল পারমিটের আওতায় সেবা নিয়েছেন ৫৭ হাজার ২০ জন অভিবাসী। সর্বমোট ৬৮ হাজার ৭৯৮ জন প্রবাসী সাধারণ ক্ষমার সুযোগ নিতে পাসপোর্ট গ্রহণ করেছেন। অপরদিকে ট্রাভেল পারমিট নিয়ে দেশে ফিরেছেন ৪ হাজার ৪২৮ জন অবৈধ অভিবাসী।
বাংলাদেশ মিশনে সেবা কার্যক্রম আরো সুন্দর ও সৃজনশীল করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
সভায় কনস্যুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গণমাধ্যমকর্মীদের মধ্যে সময় টেলিভিশনের শিবলী আল সাদিক, এখন টেলিভিশনের কামরুজ্জামান জনি, নাগরিক টেলিভিশনের জাশেদুল আলম, ডেইলি মেসেঞ্জারের আশরাফুল আলমসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।