
অটোরিকশা বন্ধের দাবি জানিয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার শিহাব শাহিন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টের মাধ্যমে তিনি এ দাবি জানান।
শিহাব শাহিন ফেসবুক পেজে লিখেছেন, ‘অটোরিকশা বন্ধ হোক। আন্দোলনে দমে যাওয়া যাবে না।’ তার এমন পোস্টের পর কমেন্ট বক্সে দেখা যায়, কেউ তাকে সমর্থন জানাচ্ছেন আবার কেউ কেউ অটোরিকশা চালকদের পক্ষ নিচ্ছেন।
এদিকে, রাজধানীতে বেশ কিছুদিন ধরেই অটোরিকশাকে কেন্দ্র করে চলছে নানান দুর্ঘটনা। গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিনদিনের মধ্যে বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ ঘোষণার পর বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকার মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা। যাত্রী নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
এদিকে, আগারগাঁও,নাখালপাড়া, বসিলা, গাবতলী, মোহাম্মদপুর এলাকায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকেই সড়কে নেমে বিক্ষোভ করছেন অটোরিকশার চালকেরা। তাদের এই আন্দোলনের ফলে এসব এলাকার প্রধান সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। স্কুলগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষসহ সব ধরনের যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।
এফএটি/এমইউ