দেশের জনপ্রিয় মুখ মেহজাবীন। একের পর এক সাফল্য ঝুলিতে নিয়ে এগিয়ে চলেছেন। বড় পর্দায় নাম লিখিয়েই পাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতি। সম্প্রতি প্রথম সিনেমা ‘সাবা’ নিয়ে ফিরেছেন টরন্টো হয়ে কোরিয়ার বুসান উৎসব থেকে। আজ আর সঙ্গে ‘সাবা’ নয়, নতুন সিনেমা ‘প্রিয় মালতী’ নিয়ে আফ্রিকা ও আরব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীন উৎসবের একটি কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পৌঁছেছেন তিনি।
১৩ থেকে ২২ নভেম্বর এ উৎসব চলবে মিশরের কায়রো শহরের কায়রো অপেরা হাউজে। এ উৎসবে অংশ নেবেন বিশ্বের নামি-দামি নির্মাতা, প্রযোজক ও শিল্পীরা। তাদের সঙ্গে এবার ‘প্রিয় মালতী’র সুবাদে থাকছে বাংলাদেশের নামও।
এর আগে গত ৪ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহেজাবীন জানিয়েছিলেন সম্মানজনক এই উৎসবের ৪৫তম আসরের ওয়ার্ল্ড সিনেমা বিভাগে অফিসিয়ালি চূড়ান্ত হয়েছে ‘প্রিয় মালতী’ সিনেমাটি।
ইংরেজিতে সিনেমাটির নাম রাখা হয়েছে ‘হুইসপারস অব আ থ্রাস্টি রিভার’। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। সিনেমার চিত্রনাট্য করেছেন শঙ্খ দাসগুপ্ত ও আবু সাইদ রানা। গল্প রচনা ও পরিচালনা করেছেন শঙ্খ দাসগুপ্ত।
জানা গেছে, কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে ৪টি প্রদর্শনী রয়েছে ‘প্রিয় মালতী’র। এর মধ্যে দুটি উৎসবে আসা দর্শকদের জন্য, একটি প্রেস শো এবং জুরিদের জন্য হবে আরেকটি প্রদর্শনী। শোগুলোর শুরু ও শেষে থাকবে আলোচনা এবং প্রশ্নোত্তর পর্ব। যাতে অংশ নেবেন নির্মাতা-অভিনেত্রী। মেহজাবীন ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভীসহ অনেকে।