Logo
Logo

বিনোদন

দেশের ৮৪ প্রেক্ষাগৃহে চলছে শাকিবের ‘দরদ’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১৭:৩১

দেশের ৮৪ প্রেক্ষাগৃহে চলছে শাকিবের ‘দরদ’

বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ ১৫ নভেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা দরদ। ঢাকার স্টার সিনেপ্লেক্স,  ব্লকবাস্টার সিনেমাস, জয় সিনেমাসসহ দেশজুড়ে অন্তত ৮৪টি প্রেক্ষাগৃহে চলছে প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ। 

একই সঙ্গে ছবিটি বাংলার পাশাপাশি হিন্দিতেও মালদ্বীপ, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডাসহ কয়েকটি দেশে মুক্তি পেয়েছে। আর দিন দুয়েক পর ভারতে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় ছবিটি মুক্তি পাবে। দরদের নির্মাতা অনন্য মামুন বলেছেন, দেশে ৮৪ হলে মুক্তি দেওয়া হচ্ছে প্রথম সপ্তাহে। এছাড়াও ২২টি দেশে একযোগে মুক্তি পাচ্ছে। আমার আত্মবিশ্বাস আছে দর্শক ‘দরদ’ দেখলে খারাপ বলতে পারবে না। ‘দরদ’ মুক্তির দু’দিন আগে থেকে দেশের সর্বাধুনিক সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্সে ছাড়া হয় অগ্রিম টিকিট। দৈনিক ২৬টি শো চালানোর ঘোষণা দিয়েছে হল কর্তৃপক্ষ।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ জানান, ‘দরদ’-এর অগ্রিম টিকিট বিক্রি অনেক ভালো। এ কারণে পূর্ব নির্ধারিত ২২টি শোয়ের সঙ্গে শেষ মুহূর্তে আরও ৪টি শো বাড়ানো হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন জেলার হল মালিকেরা আশাবাদী ঈদ ছাড়াও দরদ সিনেমা ভালো আয় করবে। রোমান্টিক থ্রিলার ধাঁচের সিনেমা ‘দরদ’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। সম্প্রতি এর গান ও ট্রেলার প্রকাশের পর ব্যাপক প্রশংসিত হয়েছে। গতকাল অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে শাকিব খান লিখেছেন, ‘পরিবার-পরিজন, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন—সবাইকে নিয়ে প্রেক্ষাগৃহে আসুন; আশা করছি দরদ ভরা ভালোবাসায় ভরে যাবে সবার হৃদয়। ’দরদ সিনেমায় শাকিব-সোনাল ছাড়াও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, রাহুল দেব প্রমুখ।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর