Logo
Logo

বিনোদন

আবারও সম্প্রচারে আসছে শফিক রেহমানের ‘লাল গোলাপ’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ২০:৪৪

আবারও সম্প্রচারে আসছে শফিক রেহমানের ‘লাল গোলাপ’

ছবি : সংগৃহীত

দীর্ঘ আট বছর পর আবারও ‘লাল গোলাপ’ নিয়ে ফিরছেন জনপ্রিয় টিভি উপস্থাপক শফিক রেহমান। সম্প্রতি তিনি একটি সংবাদ মাধ্যমকে জানান, অনুষ্ঠানটির দুটি পর্ব ইতোমধ্যে রেকর্ড করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১ ডিসেম্বর থেকে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘লাল গোলাপ’ সম্প্রচারিত হবে।

শফিক রেহমান 'লাল গোলাপ' অনুষ্ঠানটির মাধ্যমে সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বিটিভিতে এই অনুষ্ঠানটি প্রচারিত হতো। সেখানে তিনি অতিথিকে একটি লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাতেন। অনুষ্ঠানের প্রতিটি পর্বে দেশের এবং বিশ্বের সমসাময়িক ঘটনা, বিশেষ প্রতিবেদন এবং সিনেমার অংশবিশেষ দেখানো হতো।

২০১৬ সালে একটি মামলায় গ্রেপ্তার হওয়ার পর শফিক রেহমানকে পাঁচ মাস কারাগারে থাকতে হয়েছিল। ২০২৩ সালের আগস্টে তাকে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে জামিনে মুক্ত হয়ে তিনি ২০১৮ সালে যুক্তরাজ্যে চলে যান। 

অবশেষে ২০২৪ সালের ১৮ আগস্ট তিনি দীর্ঘ ছয় বছরের প্রবাসজীবন শেষে দেশে ফিরে আসেন। আট বছর পর, 'লাল গোলাপ' নিয়ে টেলিভিশন পর্দায় তার প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে।

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর