দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফিদি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময়ই ভিন্ন ভিন্ন ভিডিও নিয়ে আসতে দেখা যেতো তাকে। তবে আওয়ামী সরকার পতনের পর দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে তেমনটা দেখা যাচ্ছে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হাসিনা সরকারের পক্ষে কাজ করার গুঞ্জন এখনও জিইয়ে রয়েছে মিডিয়া পাড়ায়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি। ফলে আবারও আলোচনায় এলেন তিনি। নেটিজেনেদের ধারণা এতদিন আত্মগোপনে ছিলেন আফ্রিদি। তবে এ বিয়ের ছবি ঠিক কবের সে বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
আফ্রিদির পাশে বধূ বেশে দেখা যায় টিকটকার রাইসাকে। বহুদিন ধরেই তাদের প্রেমের গুঞ্জন চললেও তারা কেউ ধরা দেননি। অবশেষে দীর্ঘদিনের প্রেমিকাকেই বিয়ে করলেন তৌহিদ আফ্রিদি। কনে রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন বলে জানা গেছে। সোশ্যাল মিডিয়ার আলোচনা থেকে জানা গেছে, দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে হয়েছে।
তৌহিদ আফ্রিদি তার ইউটিউব চ্যানেলটি চালু করেন ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি। চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ৬৩ লাখ। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কাজেও যুক্ত থাকতে দেখা গেছে আফ্রিদিকে।
এফএটি/এমএইচএস