যে সিনেমার জন্য অপেক্ষা করে আছে বহু দর্শক, সেই বহুল অপেক্ষিত সিনেমা ‘পুষ্পা-টু’তে মুখ্য চরিত্রে অভিনয় করে ৩০০ কোটি টাকা পারিশ্রমিক হাঁকিয়ে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতার খাতায় নাম লেখালেন আল্লু আর্জুন। এর আগে এ অর্জন ছিল থালাপাতি বিজয়ের ঝুলিতে।
এমনকি পারিশ্রমিকের দিক থেকে বলিউডের তিন খানকেও পেছনে ফেলে এগিয়ে আল্লু আর্জুন।
জানা গেছে, আরও একটি মুখ্য চরিত্র রাশমিকা ‘পুষ্পা-টু’ সিনেমার জন্য ১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। অন্যদিকে সিক্যুয়েলে অভিনয় করে ফাহাদ ফাসিল পেয়েছেন ৮ কোটি রুপি। ছবিতে পুলিশ অফিসার ফাহাদের সঙ্গে সম্মুখ সমরে দেখা যাবে চন্দনদস্যু আল্লুকে।
আগামী ৫ ডিসেম্বর সারা বিশ্বের সিনেমা হলে মুক্তি পাবে ‘পুষ্পা-টু : দ্য রুল’। বিশ্বের ৩ হাজার পর্দায় বাংলা, হিন্দিসহ তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির সিনেমা বিশেষজ্ঞদের মতে, এই ছবি ওপেনিং ডেতে কেজিএফ-২ রেকর্ড ভেঙে ফেলবে।
এফএটি/এমএইচএস