Logo
Logo

বিনোদন

কলকাতায় ১৮ সিনেমার ঘোষণা অনুষ্ঠানে মধ্যমণি শাকিব

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১৮:৫৭

কলকাতায় ১৮ সিনেমার ঘোষণা অনুষ্ঠানে মধ্যমণি শাকিব

ছবি : সংগৃহীত

কলকাতার অন্যতম জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান এস কে মুভিজ ২০২৫ সালের জন্য ১৮টি সিনেমা নির্মাণের ঘোষণা উপলক্ষে আয়োজন করেছিল জমকালো অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন ওপার বাংলার নামি শিল্পী ও পরিচালকরা। আর সকলের মধ্যমণি হয়ে আলো ছড়িয়েছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান।  

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় কলকাতার তাজ হোটেলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।  

এসকে মুভিজের সঙ্গে আন্তরিক সম্পর্কের কারণে মুম্বাইয়ের ‘বরবাদ’ ছবির শুটিং থেকে এক রাতের জন্য কলকাতায় উড়ে যান শাকিব খান। সেখানে বড় বড় তারকা শিল্পীদের মাঝে অনন্য সম্মান দেওয়া হয় ঢালিউড কিংকে। 

এসকে মুভিসের নতুন ১৮টি ছবির আনুষ্ঠানিক ঘোষণার মধ্যে অন্যতম হলো- শাকিব খান, সোনাল চৌহান অভিনীত দরদ। দীর্ঘদিন ধরে এসকে মুভিসের সঙ্গে কাজ করা এবং তুফানের পর দরদে সাফল্য নিয়ে যথেষ্টই আশাবাদী শাকিব। শাকিব যে ওপার বাংলাতেও তুমুল জনপ্রিয় তা গতকালের আয়োজনে যেন আরও একবার প্রকাশ্যে এসেছে। অনুষ্ঠানে উপস্থাপক মীর মঞ্চে শাকিবকে বাংলাদেশিদের গর্ব মেগাস্টার সম্বোধন করে ডেকে নেন। 

কলকাতার সাংবাদিকদের একের পর এক প্রশ্নের জবাব  হাসিমুখেই দেন এ শাকিব খান। তিনি বলেন, আমি কখনোই দুই বাংলাকে আলাদা করে দেখি না। তবে কলকাতায় আসা এবং কলকাতার মানুষের ভালোবাসা পাওয়া আমার কাছে একটা আলাদা অনুভূতি। কলকাতার মানুষ আমার প্রতি যে ভালোবাসা বা সম্মান দেখায়, সেই ভালোবাসার কাছে সবসময় আমি নত থাকতে চাই।

তিনি আরও বলেন, এই বছরটা আমার জন্য বেশ ভালো। এ বছরে অনেক সুন্দর সুন্দর ছবি এসেছে। স্পেশালি দুই বাংলায় একসাথে দুটো ছবি মুক্তি পেতে যাচ্ছে। তুফান রিলিজ হয়েছে। এবার দরদ রিলিজ হতে যাচ্ছে। সবমিলিয়ে খুব ভালো সময় যাচ্ছে।

প্রযোজক এসকে মুভিজের বিষয়ে শাকিব বলেছেন, এসকে মুভিজের সাথে আমার পথচলা অনেক বছর আগে থেকেই। চমৎকার একটা সম্পর্ক আছে। একটা ফ্যামিলি বন্ডিং আছে। 

শাকিব মঞ্চে গিয়ে তার মুক্তির অপেক্ষায় থাকা ‘দরদ’ ছবি নিয়ে বলেন, আগামী ১৫ নভেম্বর বাংলাদেশ ইন্ডিয়াসহ বিশ্বের ২০টির বেশি দেশে ‘দরদ’ মুক্তি পাচ্ছে। এটি অত্যন্ত চমৎকার একটি গল্পের সিনেমা। গান রিলিজ হতে দেরি হলেও আসার সাথে সাথে সবার ভালোবাসায় এক ঘণ্টায় ট্রেন্ডিংয়ে এসেছে। যা আমাকে অভিভূত করেছে।

এফএটি/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর