ছবি : সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম চলচ্চিত্র সাবা। ইতোমধ্যে সিনেমাটি বিশ্বের অন্যতম বৃহত্তম চলচ্চিত্র উৎসবে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও বুসান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এবার মেহজাবীনের ‘সাবা’ যাচ্ছে সৌদি আরবে। সৌদি আরবের রেড সি ইন্টারন্যাশনাল ফেস্টিভালের জন্য অফিশিয়ালি সিলেক্টেড হয়েছে মাকসুদ রহমান পরিচালিত এ সিনেমাটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে নিজেই এ কথা জানান অভিনেত্রী। তিনি জানান, বিশ্বের ২৪টি চলচ্চিত্রের সঙ্গে জায়গা করে নিয়েছে বাংলাদেশি সিনেমা ‘সাবা’। এজন্য সিনেমাটির পুরো টিমকে অভিনন্দনও জানিয়েছেন মেহেজাবীন।
‘সাবা’ পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। গত এপ্রিলে মেহজাবীনের জন্মদিন উপলক্ষ্যে ‘সাবা’র পোস্টার উন্মোচনের মধ্য দিয়ে সিনেমাটির খবর জানানো হয়। এরপর একের পর এক সুসংবাদ আসছেই ‘সাবা’কে ঘিরে।
আরিফুর রহমান ও তামিম আবদুল মজিদের প্রযোজনায় ‘সাবা’র চিত্রগ্রহণে ছিলেন বরকত হোসেন পলাশ। সিনেমাটির বিভিন্ন চরিত্রে মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার, রোকেয়া প্রাচী প্রমুখ।
এফএটি/এমএইচএস