বেবী নাজনিন/ছবি : বাংলাদেশের খবর।
দীর্ঘ আট বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত সঙ্গীত শিল্পী বেবী নাজনীন।
রোববার (১০ নভেম্বর) দুপুরে দেশের মাটিতে পা রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনপ্রিয় এই শিল্পী। আত্মীয়-স্বজন ও দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানায়।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আগামীতে অনেক নতুন গান দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
শিল্পীকে রাজনৈতিক পরিচয়ে কালো তালিকাভুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এগুলো শিল্পীদের জন্য দুঃখজনক ব্যাপার। শিল্পীরা দেশের মুকুট।’
শিল্পীরা দল-মতের ঊর্ধ্বে জানিয়ে তিনি বলেন, ‘শিল্পীরা সবসময় সম্মানের। আমরা জাতীয় সম্মান বয়ে নিয়ে আসি। সারা বিশ্বে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। বাংলাদেশকে পরিচিত করি আমাদের গানের মাধ্যমে, আমাদের সংস্কৃতির মাধ্যমে। শিল্পীরা দল-মতের ঊর্ধ্বে।’
এ সময় তিনি ‘কাল সারারাত ছিল স্বপ্নের রাত’, ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গানগুলো গেয়ে শোনান।
এসবি/ওএফ