Logo
Logo

বিনোদন

তাপসের গান বাংলা কোথায় আছে, কেমন আছে?

Icon

ফারিহা আহমেদ তন্নী

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১৬:৪৬

তাপসের গান বাংলা কোথায় আছে, কেমন আছে?

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত ৫ আগস্ট দেশের একমাত্র সংগীত ভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলায় ভাঙচুর চালানো হয়। ১০ তলা ভবনের বেশিরভাগ ফ্লোরে চ্যানেলটির স্টুডিও সেটআপ, শুটিং ফ্লোর, সাউন্ড সিস্টেম, এডিটিং প্যানেল, সম্প্রচার যন্ত্রের বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল জানা যায়। সব মিলিয়ে কয়েক কোটি টাকা মূল্যের ক্ষয়ক্ষতির শিকার হয় চ্যানেলটি।

গান বাংলার চেয়ারম্যান, সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস তখন সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ‘জীবনযুদ্ধে আমি এক লড়াকু সৈনিক। আমার মৃত্যু হয় রোজ। তবুও জন্ম নেই দৈনিক। আমি তাপস।’

গত সোমবার (৪ নভেম্বর) জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় উত্তরা পূর্ব থানায় দায়ের করা এক মামলায় গ্রেফতার হন গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস।

তবে এসবের পরেও থেমে নেই গান বাংলা চ্যানেল। যদিও ঘটেছে ছন্দপতন। 

জানা যায়, বারিধারার নতুন একটি ভবনে চলছে গানবাংলার কার্যক্রম। নাম প্রকাশে অনিচ্ছুক গান বাংলার একজন দায়িত্বশীল কর্মকর্তা বাংলাদেশের খবরকে জানান, তারা শীঘ্রই এ বিষয়ে অফিশিয়ালি সকলকে জানাবেন। 

তিনি আরও বলেন, গানবাংলা একটি প্রতিষ্ঠান। সেটিতো একজন ব্যক্তি না থাকায় বন্ধ থাকতে পারে না। গান বাংলা চলছে। তবে স্বাভাবিকভাবেই চ্যানেলের ভবনে চালানো ধ্বংসযজ্ঞ, যন্ত্রাংশ ভেঙে ফেলা এবং চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসের অনুপস্থিতির প্রভাব পড়েছে। কিন্তু সেসব কাটিয়ে উঠে গান বাংলা তার নিজস্ব গতিতে চলতে চেষ্টা করছে।

উল্লেখ্য, রোববার দিবাগত মধ্যরাতে (৪ নভেম্বর) রাজধানীর উত্তরা থেকে উত্তরা পূর্ব থানা পুলিশ তাপসকে গ্রেপ্তার করে। 

-এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর