মুক্তি পাচ্ছে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান ‘ইনবক্স’

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ১৫:১১

ছবি : সংগৃহীত
গিটারের জাদুকর আইয়ুব বাচ্চু । ২০১৮ সালের ১৮ অক্টোবর অসংখ্য ভক্তদের কাঁদিয়ে পাড়ি জমান না ফেরার দেশে। এলআরবি প্রতিষ্ঠাতা কিংবদন্তী আইয়ুব বাচ্চু রুপালি সে গিটার ফেলে চলে গেছেন ৬ বছর পেরিয়েছে।
তবে ভক্তদের জন্য রেখে গিয়েছেন অসংখ্য কালজয়ী গান। এতো বছর পরেও ভক্তদের কাছে তিনি অমর হয়ে আছেন তার গানের মাধ্যমে।
সম্প্রতি এলআরবির ফেসবুক পেজ থেকে করা একটি পোস্ট ভক্তদের হৃদয়ে জাগিয়েছে নতুন উন্মাদনা। মৃত্যুর আগে বেশ কিছু গান তৈরি করেছিলেন ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। তবে নানা কারণে সেগুলো প্রকাশিত হয়নি।
এবার আগামী ১ ডিসেম্বর ব্যান্ড মিউজিক দিবস উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত একটি গান। গান ভক্তদের কাছে এ গান পৌঁছে দেওয়ার এ উদ্যোগ নিয়েছেন আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। অপ্রকাশিত গানগুলো একে একে প্রকাশ করবেন এমনটাই তাদের পরিকল্পনা। তারই ধারাবাহিকতায় মুক্তি পাচ্ছে প্রথম গান ‘ইনবক্স’।
গানটি লিখেছেন নিয়াজ আহমেদ অংশু, সুর ও সংগীত আয়োজনের পাশাপাশি গানে কণ্ঠ দিয়েছেন আইয়ুব বাচ্চু।
মূলত, বাংলাদেশে ব্যান্ড মিউজিক ডের যাত্রা শুরু হয়েছিল আইয়ুব বাচ্চুর উদ্যোগে। দিনটিকে উদ্যাপন করতে চ্যানেল আইয়ের সঙ্গে যৌথভাবে ব্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল শুরু করেছিলেন তিনি। এবার নিজের প্রতিষ্ঠিত ব্যান্ড মিউজিক ডেতে প্রকাশ পাচ্ছে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান ইনবক্স।
গানটি মুক্তি পাবে আইয়ুব বাচ্চু ইউটিউব চ্যানেল, আইটিউনস, স্পোর্টিফাইসহ বেশ কিছু প্ল্যাটফর্মে। মিউজিক ভিডিও বানিয়েছেন সাংবাদিক, উপস্থাপক ও সুরকার তানভীর তারেক।
এলআরবি ব্যান্ডের গিটারিস্ট আবদুল্লাহ আল মাসুদ গণমাধ্যমকে বলেন, 'বস (আইয়ুব বাচ্চু) বেশ কিছু গান তৈরি করেছিলেন। সেই গানগুলো চলতি বছর থেকে প্রকাশ করার পরিকল্পনা ছিল। বিভিন্ন কারণে সম্ভব হয়নি। অবশেষে ব্যান্ড মিউজিক ডে উপলক্ষে আমরা প্রথম গানটি প্রকাশ করতে যাচ্ছি। আশা করছি বাকি গানগুলো প্রতিমাসে একটা একটা করে প্রকাশ করতে পারব। আর কেউ যদি অপ্রকাশিত গানগুলো স্পন্সর করতে চান তাদের স্বাগত। কারণ, গানগুলোর ভিডিও করতে অনেক অর্থের প্রয়োজন হয়।’
১৯৯১ সালের ৫ এপ্রিলে নিজের ব্যান্ড গড়েন আইয়ুব বাচ্চু। নাম দিয়েছিলেন ‘লিটল রিভার ব্যান্ড’। কিন্তু, তিনি যখন জানতে পারেন যে এই নামে একটি অস্ট্রেলিয়ান রক ব্যান্ড আছে তখন ১৯৯৭ সালে তিনি এর নাম পরিবর্তন করে ‘লাভ রানস ব্লাইন্ড বা এলআরবি’ রাখেন।
এফএটি/এসবি