Logo
Logo

বিনোদন

এ আর রহমানের সাথে পরকীয়ার গুঞ্জনে মুখ খুললেন মোহিনী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ১৮:৪৬

এ আর রহমানের সাথে পরকীয়ার গুঞ্জনে মুখ খুললেন মোহিনী

ছবি : সংগৃহীত

সংগীতশিল্পী এস আর রহমান ও গিটারিস্ট মোহিনী দে’র প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন মোহিনী। সমালোচকদের কড়া জবাব দিয়েছেন তিনি।

 গত ১৯ নভেম্বর এ আর রহমান ও সায়রা বানুর বিচ্ছেদের ঘটনায় যখন ভক্তকুল হতবাক, তারই কয়েক ঘণ্টা পর গিটারিস্ট মোহিনী দের বিচ্ছেদের কথা ছড়িয়ে পরে নেটপাড়ায়। এ আর রহমান ও মোহিনী একই দলে কাজ করেন এবং একই দিনেই তাদের বিচ্ছেদের ঘটনাও ঘটে। যা নিয়ে তুমুল সমালোচনার শিকার হন দুজন। গুঞ্জন উঠেছে মোহিনী আর রহমান নাকি প্রেমে জড়িয়েছেন। তাই তারা পুরোনো বিয়ে ভেঙে নতুন সম্পর্কে আবদ্ধ হতে চলেছেন!

এমন গুঞ্জনে বেশ চটেন এ আর। একে তো বিচ্ছেদের যন্ত্রণা, তার উপর এমন গুঞ্জন। এরপর সে সব খবরগুলো সরিয়ে নেওয়ার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেন তিনি। খবর না সরালে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান। 

এবারে মুখ খুলেছেন মোহিনী। সোমবার একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমার জীবনে পিতৃপ্রতিম অনেকেই রয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম রহমান। আট বছরেরও বেশি সময় তাঁর সঙ্গে কাজ করেছি। ওঁকে অকারণ কলঙ্কিত করছেন। রহমান আমার বাবার থেকেও বড়!’

 এরপরেও নিন্দুকেরা ছেড়ে কথা বলছেন না। এবারে তাদের কৌতূহল, ‘তা হলে কি বাবার পরামর্শ নিয়েই মেয়ে আর বাবা এক দিন আগে পরে বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিলেন?’

প্রসঙ্গত, গত ২০ নভেম্বর মধ্যরাতে সায়রা বানু নিজের আইনজীবী বন্দনা শাহর মাধ্যমে এক বিবৃতিতে এ আর ও তার বিচ্ছেদের কথা জানান। এর কয়েকঘণ্টা পর মোহিনী ও সংগীত পরিচালক মার্ক হার্টসাচের সঙ্গে তাদের বিচ্ছেদের কথা জানান। 

এফএটি/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর