-6745955cb41c7.jpg)
ছবি : সংগৃহীত
কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগে একের পর এক হুমকির মুখে দিন কাটাচ্ছেন বলিউড ভাইজান সালমান। তবে এবার হামলার মুখে সংগীতশিল্পী বাদশা। মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোরে গায়ক ও র্যাপার বাদশার পানশালাকে লক্ষ্য করে বোমা ছুঁড়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
গুঞ্জন উঠেছে, সালমানের পর এবার নিশানা বাদশা। কৃষ্ণসার হরিণ হত্যার কারণে কিছুদিন পর পরই সালমন খানের কাছে প্রাণনাশের হুমকি আসছে লরেন্স বিষ্ণোই দলের তরফ থেকে। যার জেরে প্রাণ গিয়েছে পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার। অভিযোগ উঠেছে একই কারণে খুন হয়েছেন কংগ্রেস নেতা বাবা সিদ্দিকি। মূলত যারাই সালমানের কাছের তারাই পড়ছে বিপদের মুখে। তবে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি গায়ক ও র্যাপার বাদশা।
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দ বাজার জানিয়েছে, মঙ্গলবার ভোর রাতে বাদশার পানশালা কে লক্ষ্য করে তার আচমকা বিস্ফোরণ ঘটে। সে সময় দুজন সন্দেহভাজন লোককে বোমা ছুঁড়ে দৌড়ে পালাতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
জানা যায়, বাদশার পানশালার ঠিক বিপরীতেই রয়েছে সেক্টর ২৬ থানা। সে জায়গায় হামলা কিভাবে হলো তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন বলিপাড়ার অনেকেই। প্রশাসনের তরফে প্রাথমিক ভাবে জানানো হয়েছে, ঘরে তৈরি বোমা দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে বাদশার পানশালার কয়েকটি কাচসহ পাশের ক্লাবও ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা জানান, বিষয়টি চাঁদার জুলুম কে কেন্দ্র করে হতে পারে। চণ্ডীগড় থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। সন্দেহভাজনদের খোঁজ চলছে।
এফএটি/এমএইচএস