-6745803038175.jpg)
একের পর এক বিচ্ছেদের সংবাদ বলিউডজুড়ে। অভিনেতা-অভিনেত্রীদের বিচ্ছেদের সংবাদে আহত হচ্ছে ভক্তদের হৃদয়। ঠিক তখনই দীর্ঘ আট বছরের সম্পর্কের ইতি টানলেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত।
‘সময় এতটাই জটিল যে ভরসা করার মতো চওড়া কাঁধ পাওয়া সত্যিই মুশকিল!’ এ কথা জানিয়ে সোমবার (২৫ নভেম্বর) রাতে আনু্ষ্ঠানিকভাবে ফরাসি প্রেমিক সিরিল অক্সেনফ্যানসের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন মল্লিকা শেরাওয়াত।
দীর্ঘ আট বছরের সম্পর্কে একসাথে বেশ সুখে ছিলেন তারা। এমনকি সম্পর্কে থাকাকালীন সমস্ত সাক্ষাৎকারে তিনি একটাই কথা জানাতেন, তিনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তাহলে এ বিচ্ছেদের কারণ কী? মল্লিকা জানান, প্রেমিক সিরিলকে আর ভরসা করতে পারছেন না। ভরসার অভাবেই সম্পর্কের ইতি টেনেছেন।
তবে বেশ লম্বা সময় পর সম্প্রতি তিনি ‘ভিকি বিদ্যা কা উওওয়ালা ভিডিয়ো’ ছবি দিয়ে বলিউডে ফিরে আসেন। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মল্লিকা জানিয়েছেন, আগামী দুই দশক এই ইন্ড্রাস্টিতেই কাজ করতে চান তিনি। তিনি বলেন, ‘সম্পর্ক বা বিয়েতে জড়াব না, এমন নয়। তবে এ মুহূর্তে সেসবের ইচ্ছা নেই।’
এফএটি/এমজে