-6744401cf01d1.jpg)
একের পর এক আন্দোলনের খবর কানে নিয়েই দিন কাটছে রাজধানীবাসীর। আজ এই আন্দোলন তো কাল সেটা। প্রতিনিয়তই বিভিন্ন সড়ক অবরোধ করে সাধারণ মানুষের ভোগান্তির কারণ হচ্ছেন আন্দোলনকারীরা।
অশান্ত এই শহর বর্তমানে সবার কাছেই অপ্রিয় হয়ে উঠছে। সবাই যখন এই পরিস্থিতি থেকে মুক্তির অপেক্ষায়, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন।
তিনি লিখেছেন, ‘আজকে কি কোথাও কর্মসূচি/আন্দোলন/বিক্ষোভ নাই! ফেসবুকে কোনো সাড়াশব্দ পাচ্ছি না!’
শাওন আরও যোগ করেন, ‘ট্রাফিক আপডেট ‘ঢাকার চাকা’র মতো আন্দোলন আপডেটের একটা অ্যাপ তৈরি করার দাবি জানাচ্ছি।’
শাওন যে ঠাট্টার ছলেই এমন পোস্ট করেছেন তা বোঝাই যায়। তবে তার এ পোস্টে একজন মন্তব্য করে আজকের চলমান আন্দোলনের আপডেটও জানিয়েছেন।
তিনি লিখেছেন, ‘আজকের দিনের প্রথম ভাগের আপডেট হলো-
১. মাহবুবুর রহমান কলেজে ব্যাপক ভাংচুর ও লুট (কম্পিউটার, চেয়ার টেবিল, ঝাড়ু কোনোকিছু বাদ দেয়নি) সফলভাবে চালিয়েছে কবি নজরুল-সোহরাওয়ার্দী কলেজ ঐক্য পরিষদ।
২. আগারগাঁওয়ে অটোরিকশা (বাংলার টেসলা) পাইলটরা দখল নিয়ে বন্ধ করে দিয়েছে ইউনাইটেড স্টেট অব মিরপুর সড়ক।
৩. বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা নবীনগর সড়ক আবারও নিজেদের দখলে নিয়েছে শ্রমিকরা।’
এই কমেন্টের প্রত্যুত্তরে শাওন লিখেছেন, ‘আন্দোলন ছাড়া দিনটা গেলে মনে হয় কী যেন নাই।’
এফএটি/এমজে/এমএইচএস