Logo
Logo

বিনোদন

২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন এ আর রহমান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ২০:২৫

২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন এ আর রহমান

দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যজীবনে ছেদ কেটেছেন সংগীতশিল্পী এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানু। এদিকে তারকাদম্পতির বিচ্ছেদের ২৪ ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয়েছে আরও এক সংসার ভাঙার খবর। স্বামী ছেড়েছেন রহমানের টিমের নারী সদস্য গিটারিস্ট মোহিনী দে-ও।

এরপর থেকেই সকলে দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত হয়ে পড়েন। রহমানের সঙ্গে মোহিনীর নাম জড়িয়ে নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

এমন অবস্থায় গর্জে উঠলেন এ আর রহমান। একদম সময়সীমা বেধে দিলেন তিনি। মানহানির মামলা করবেন বলে হুঁশিয়ারি দিলেন অস্কারজয়ী এই সংগীতশিল্পী।

সম্প্রতি রহমানের এক্স হ্যান্ডলে তার আইনজীবীদের তরফ থেকে কয়েকপাতার একটি নোটিশ শেয়ার করেছেন। সেখানেই রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয় সুরকার ও তার স্ত্রী সায়রা বানুর বিবাহবিচ্ছেদ নিয়ে। 

নোটিশে বলা হয়েছে, বিচ্ছেদ নিয়ে যে বা যারা আপত্তিকর পোস্ট করেছেন অথবা ভিডিও দিচ্ছেন, তারা ২৪ ঘণ্টার মধ্যে সেসব তথ্য সামাজিক মাধ্যম থেকে সরিয়ে ফেলুন। অন্যথায় ভারতীয় আইন অনুযায়ী মানহানির মামলার মুখে পড়তে হবে।

এফএটি/এটিআর


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর