Logo
Logo

বিনোদন

শুটিং শুরুর আগে পাঞ্জাবের স্বর্ণমন্দিরে রণবীর সিং

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ১৭:২৪

শুটিং শুরুর আগে পাঞ্জাবের স্বর্ণমন্দিরে রণবীর সিং

ছবি : সংগৃহীত

মাসখানেক আগেই মেয়ের বাবা হয়েছেন বলিউড অভিনেতা রনবীর সিং। স্ত্রী ও নবজাতক মেয়ে দুয়াকে নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেছেন তিনি। তবে ছুটি কাটিয়ে এবার কাজে ফেরার পালা তার।

রোববার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ছবিতে এমনটাই ইঙ্গিত দিয়েছেন  তিনি। ছবিতে দেখা যায়, পাঞ্জাবের স্বর্ণমন্দিরে আছেন রনবীর। কিন্তু সাথে দীপিকা বা দুয়া নয়, রণবীরকে পাওয়া গেল তার আসন্ন ছবির পরিচালক আদিত্য ধরের সঙ্গে। সেখান থেকেই একগুচ্ছ ছবি শেয়ার করে নিলেন পদ্মাবত অভিনেতা।

একমাস পিতৃত্বকালীন ছুটির পর এবার পরবর্তী প্রকল্পের কাজে ফিরছেন বলিউডের এ তারকা। আদিত্য ধর পরিচালিত এই সিনেমাটি বেশ বড় বাজেটে তৈরি হতে চলেছে। আর সে কাজের আগেই পরিচালককে সাথে করে পাঞ্জাবের স্বর্ণমন্দিরে গেলেন রনবীর।

নিজস্ব ইন্সটাগ্রামে সেখানের ছবি পোস্ট করে রনবীর লিখেন, ‘যিনি ঈশ্বরের তত্ত্বাবধানে আছেন, তিনি কারও দ্বারা আঘাত পেতে পারেন না।’

চলতি বছরের জুলাই মাসে রনবীর মাল্টিস্টারার এই প্রজেক্টের কথা ঘোষণা করেছিলেন। এই সিনেমায় তার সঙ্গে থাকছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন ও অর্জুন রামপাল। ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নেতৃত্বাধীন এক সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হবে এই সিনেমা।

এফএটি/এটিআর


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর