Logo
Logo

বিনোদন

শুটিং সেটে আহত ব্র্যাড পিট

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ১৫:৩৬

শুটিং সেটে আহত ব্র্যাড পিট

ছবি : সংগৃহীত

হলিউড তারকা ব্র্যাড পিট ব্যাস্ত সময় পার করছেন তার আসন্ন সিনেমা এফ ওয়ান নিয়ে। তবে রোববার (২৪ নভেম্বর) এফ ওয়ান সিনেমার শুটিং সেটে এ অভিনেতার আহত হওয়ার ঘটনা ঘটেছে। বেশ ভয়ও পেতে দেখা যায় তাকে।

সে সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। 

যেখানে দেখা যায়, পুরো রেসিং গিয়ার পরিহিত ব্র্যাড পিট দুর্ঘটনাস্থল থেকে পায়ে হেঁটে আসছেন এবং শেষে ক্রু মেম্বারদের পেতে রাখা একটি ম্যাটের উপরে পড়ে যান।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ব্র্যাড পিটের টিম অভিনেতার এফ ওয়ান সিনেমার চরিত্রের নাম নিয়ে হেলথ আপডেট শেয়ার করেছেন। 

যেখানে লেখা হয়, কোয়ালিফাইং রাউন্ডের সময় সানির শরীর একটু অসুস্থ হওয়ার মেডিক্যাল হেলপের প্রয়োজন পড়ে। ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সনির স্বাস্থ্য এই মুহূর্তে আমাদের শীর্ষ অগ্রাধিকার। সানির শরীর সুস্থ থাকলেও তিনি আপাতত রেসে অংশগ্রহণ করবেন না। তিনি নিজের সেরে ওঠায় মনোনিবেশ করবেন। আমরা আরো আপডেট পেলে আপনাদের জানাব।

ব্র্যাড পিট অভিনীত এফ ওয়ান মূলত একটি আমেরিকান স্পোর্টস ড্রামা । যেটি পরিচালনা করেছেন জোসেফ কোসিনস্কি। যিনি টম ক্রুজ হিট টপ গান: ম্যাভেরিক-এ তার কাজের জন্য পরিচিত। স্ক্রিপ্ট লিখেছেন এহরেন ক্রুগার। প্রযোজনা করেছেন জেরি ব্রুক হিমার, যিনি প্রযোজনাও করেছিলেন টপ গান। 

২০২৫ সালের জুন মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এফ ওয়ান। সিনেমায় ব্র্যাড পিট ছাড়াও থাকছেন হাভিয়ের বারদেম, টোবিয়াস মেনজিস, কেরি কনডন, সারাহ নাইলস এবং ইদ্রিস এলবার মতো তারকারা।

এফএটি/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর