চলচ্চিত্র পরিচালক শাহ আলম মণ্ডল আর নেই

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ২০:০৪
-6741e0d78c695.jpg)
ছবি : সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের পরিচালক শাহ আলম মণ্ডল মারা গেছেন। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তার মরদেহ রংপুর নেওয়া হচ্ছে। সেখানে পারিবারিক গোরস্তানে তাকে শায়িত করা হবে।
জানা গেছে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিচালককে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।
শাহ আলম মণ্ডলের লিভার ফাংশন ক্ষতিগ্রস্ত হয়ে সিরিয়াস পর্যায়ে চলে গিয়েছিল। এর আগে চলতি বছরের জুলাইয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন শাহ আলম মণ্ডল।
শাহ আলম মণ্ডল পরিচালিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে, ভালোবাসা সীমাহীন (২০১৫), আপন মানুষ (২০১৭), ডনগিরি (২০১৯) ও লকডাউন লাভ স্টোরি (২০২২)।
এমইউ